Home রাজশাহী রাজশাহী জেলা ...

রাজশাহী জেলা আওয়ামী লীগের নির্মাণাধীন ভবন পরিদর্শনে রাসিক মেয়র লিটন

0

রাজশাহী জেলা আওয়ামী লীগের নির্মাণাধীন ভবন পরিদর্শনে রাসিক মেয়র লিটন

2017 সালে রাজশাহী জেলা আওয়ামী লীগের নিজস্ব ও স্থায়ী ভবন উপহার দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

ওই জমিতে বেসরকারি অর্থায়নে চলতি বছর জেলা আওয়ামী লীগের দৃষ্টি নন্দন কার্যালয় নির্মাণের কাজ শুরু করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

নির্মাণ কাজ শেষ হলে তা উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সব সময় দল ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দলের প্রতি ভালোবাসার জায়গা থেকেই তিনি গড়ে তুলছেন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।

রোববার দুপুর ১২টায় সিটি বাইপাস রোডের কাছে জেলা আওয়ামী লীগের ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ড. মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. , মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য ডাবলু, বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক তাজবুল ইসলাম, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান প্রমুখ।

ইঞ্জিনিয়ার এনামুল হক এর আগে বাগমারায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স নির্মাণ করেছেন। উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version