Home বাগমারা এসএসসি ও সমমা...

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের এমপি এনামুল হকের অভিনন্দন

0

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের এমপি এনামুল হকের অভিনন্দন

সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কৃতকার্যদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক বার্তায় বলেন, শুধু এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করেই কাজ শেষ হয় না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি বাবা-মা ও বড়দের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের মেরুদণ্ড।

আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। আধুনিক এই বাংলাদেশে তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই। নিজেকে ছাড়াও মাদক, সন্ত্রাসসহ নানা ধরনের অপরাধ ও জঙ্গিবাদ থেকে সমাজকে রক্ষা করতে হবে। একজন ভালো নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে এই কামনা করেন তিনি।

সেই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানান তিনি। এমপি এনামুল হক এবার যারা ব্যর্থ হয়েছেন তাদের আগামীতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version