Home রাজশাহী রাজশাহী কৃষি ...

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থানান্তর বন্ধের দাবিতে চারঘাটে মানববন্ধন

0

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থানান্তর বন্ধের দাবিতে চারঘাটে মানববন্ধন

রাজশাহীর চারঘাট উপজেলার অন্তর্গত সারদা ট্রাফিক মোড়ে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থানান্তর না করার দাবিতে সারদা ট্রাফিক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় এলাকাবাসীর পক্ষে মাসুদ রানার সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সারদা ট্রাফিক মোড় এলাকার সর্বস্তরের জনতা ও এলাকাবাসী।

হাতে ব্যানার মুখে স্লোগান “এক দফা এক দাবি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্রাফিক মোড় থেকে সরানো যাবে না” দাবি নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় ট্রাফিক মোড়সহ আশপাশের পুরো এলাকা। বন্ধ করে দেওয়া হয় চারঘাটের প্রধান সড়ক (বানেশ্বর- ইশ্বরদী) যান চলাচল। কিছুক্ষণের মধ্যেই সৃষ্ট হয় তীব্র যানজট, ব্যাহত চলাচল।

দাবিতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, চারঘাট পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তমিউন্নেসা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নাজমুল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version