রাজশাহী অগ্রণী ব্যাংকে জমা দেওয়ার সময় গ্রাহকের ১৭ লক্ষ টাকা গায়েব
এক ব্যক্তির কাছ থেকে ১৭ লক্ষ্য টাকা চুরি হয়ে গেছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার অগ্রণী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে। টাকাগুলোর মালিক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির। তিনি একজন ব্যবসায়ী।
মফিজুর রহমান রিপন নামে তার এক কর্মী টাকাগুলো ব্যাংকে জমা দিতে এসেছিলেন। তিনি যখন চেক লিখছিলেন তখন টাকাগুলো চুরি হয়ে গেছে বলে তিনি দাবি করছেন।
রাজশাহীতে অগ্রণী ব্যাংকে টাকা জমা দেয়ার সময়
পুলিশ ব্যাংকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ঘটনাটি খতিয়ে দেখার চেষ্টা করছেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, রিপন দাবি করছেন যে তিনি পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলের ওপর চেক লিখছিলেন। মিনিট পাঁচেক পর খেয়াল করেন ব্যাগ নেই।
ওসি বলেন, ঘটনার পরই আমরা ব্যাংকে গিয়েছি। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছি। পুরো ঘটনা আমরা তদন্ত করছি। পরবর্তীতে আপনাকে ঘটনাটি বিস্তারিত জানানো হবে।