Home বাগমারা বাগমারায় বীর ...

বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার দায়িত্বভার হস্তান্তর

0

 বাগমারায় সরকারী নির্দেশনা মোতাবেক বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সমাজসেবা কার্যালয়ের পরিবর্তে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখায় হস্তান্তর করা হয়েছে।



এখন থেকে উপজেলা সমাজসেবা অফিসের পরিবর্তে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ সকল কার্যাদী সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখা করবেন।


উপজেলা নির্বাহীর কর্মকর্তা শরিফ আহম্মেদের নিকট থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার প্রয়োজনীয় সকল ফাইল গ্রহণ করেন সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক (এসপিও) মাসুদ আহম্মেদ।


এ সময় উপস্থিত ছিলেন সামজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, বীব মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখার লোন অফিসার মাহফুজার রহমান প্রমুখ।


উপজেলা নির্বাহীর কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের যে কোন সমস্যা সমাধান ও সেবা প্রদানে সরকারী দপ্তরগুলো সদা প্রস্তুত। সরকারী নির্দেশনা মোতাবেক বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version