বাগমারায় কোরআন শরীফে আগুন দেওয়ার অভিযােগে যুবক গ্রেফতার।
রাজশাহীর বাগমারায় আবু বাক্কার নামে এক তরুণের
বিরুদ্ধে কোরআন শরীফ পুড়িয়ে ফেলার অভিযােগ
পাওয়া গেছে। অভিযুক্ত আবু বাক্কার (২২) উপজেলার
দ্বিপপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের বাসিন্দা সামছুর
রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৬ জুন)
বিকেলে আবু বাক্কার নিজ বাড়ির পার্শ্ববর্তী জায়গায়
একটি কোরআন শরীফে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
এই ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে
তাকে মারধর করে আটকে রাখে। পরে খবর পেয়ে
বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু
বাক্কার কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তবে কি কারণে সে এই ঘটনা ঘটিয়েছে তা জানা
যায়নি। স্থানীয়রা জানান, আবু বাক্কার মাদকাসক্ত এবং
মানসিক ভারসাম্যহীন।এর আগেও সে নিজের পিতা-
মাতা কে হত্যার চেষ্টা করেছিল বলে তারা উল্লেখ
করেন।বাগমারা থানা পুলিশ জানায়, আবু বাক্কার কে
গ্রেফতার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযােগে
মামলা দায়ের করা হয়েছে। সােমবার (৭ জুন) সকালে
তাকে আদালতে পাঠানাে হয়।
রাজশাহীর বাগমারায় আবু বাক্কার নামে এক তরুণের
বিরুদ্ধে কোরআন শরীফ পুড়িয়ে ফেলার অভিযােগ
পাওয়া গেছে। অভিযুক্ত আবু বাক্কার (২২) উপজেলার
দ্বিপপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের বাসিন্দা সামছুর
রহমানের ছেলে।