Home বাগমারা বেহাল দশায় ব...

বেহাল দশায় বলিদাপাড়া মোড় হতে বালিয়া গ্রামের রাস্তাটি

0

বেহাল দশায় বলিদাপাড়া মোড় হতে বালিয়া গ্রামের রাস্তাটি

বেহাল দশায় বলিদাপাড়া মোড় হতে বালিয়া গ্রামের রাস্তাটি



বাগমারা ১০ নং মাড়িয়া ইউনিয়নে বলিদাপাড়া মোড় হতে বালিয়া স্কুল পর্যন্ত গিয়েছে রাস্তাটি, বর্তমানে রাস্তাটির বেহাল দশা, পথচারীদের চলাচলে জনদুর্ভোগ।  ২০০৭ সালে তৎকালীন সময় চেয়ারম্যান আকবর আলী মন্ডল রাস্তাটি মেরামত করেন‌।


তারপর থেকে আজও এই রাস্তাটি কোন সংস্কারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘ দিনে  সংস্কার না হওয়ার ফলে রাস্তাটি চলাচলের জন্য চরম দুর্ভোগ সৃষ্টিসহ নানা রকম দুর্ঘটনা ঘটে মাঝে মাঝে।


বালিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দীর্ঘ দিন আগে এলজিডি (হেয়ারিং) করণ করা হয়। রাস্তাটি যার ফলে  বর্তমানে রাস্তাটি ভেঙ্গে নাজেহাল অবস্থা চলাচলের জন্য চরম জনদুর্ভোগ ও ভোগান্তি সৃষ্টি তাদের নিত্যদিনের। তিনি বলেন দুই কিলোমিটার রাস্তা সংস্কার হলে তাদের চলাচলের জন্য দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version