বাগমারার ভবানীগঞ্জ হল পট্টি মাছের আড়ৎ থেকে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলের এ ঘটনায় পুলিশ মামুন (২৪) নামে সন্দেহ ভাজন একজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষ দশী সুত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে হলপট্রীর আড়ৎদার রমজান আলী মাছ বিক্রেতাদের টাকা পরিশোধ করার জন্য ভবানীগঞ্জ সোনালী ব্যাংক থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে মাছের আড়তে আসেন। পরে রমজান আলী টাকা গুলো তার অফিসের ড্রয়ারে রেখে পাশের চা স্টলে চা খেতে আসেন। এই ফাকে চোরেরা অফিসে জানালা ভেঙ্গে অফিস ঘরে প্রবেশ করে ৮ লাখ টাকা নিয়ে সটকে পড়ে।
খবর পেয়ে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহমুলক ভাবে মামুন নামে এক যুবককে আটক করছে। মামুন হলপট্রীর কোলিমুদ্দিনের পুত্র বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, হলপট্রীতে বর্তমানে মাদকের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ায় এধরনের চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি মোস্তাক আহম্মেদ জানান, চুরির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ টাকা উদ্ধারের জন্য তৎপর রয়েছে।