Home বাগমারা বাগমারার বন্য...

বাগমারার বন্যা পরিস্থিতি

0

সংক্ষেপে বাগমারার বন্যা পরিস্থিতি

বাগমারা উপজেলার লাউবাড়িয়া ও মিরপুর গ্রামের   জুলাপড়া হাটের শ্মশান ঘাটের কাছে কালভেট সহ ওয়াবদা রাস্তা ভেঙ্গে  লিকড়ার বিলে পানি প্রবাহিত হচ্ছে। ফলে মিরপুর, নানসর,হাসানপুর,খাঁপুর, জাঙ্গালপাড়া,লাউবাড়িয়া সহ অনেক গ্রাম বন্যার পানিতে তলিয়ে যাবার আশংকা করছে এলাকাবাসী।

২ নং নরদাশ ইউনিয়নঃ ফকিরনী নদী অববাহিকায় প্লাবিত হওয়া  গ্রাম কাষ্টনাংলা।বন্যা পরিস্থিতির উন্নতি। পানি নেমে গেছে বসতবাড়ি থেকে।
৩নং দ্বীপপুর ইউনিয়নঃ ফকিরনী নদী অববাহিকায় লাউবাড়িয়া খিদ্রী খাঁপুর, নানসর গ্রাম প্লাবিত। পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে। একাধিক জায়গার বাঁধ, বেড়ি বাঁধ ভাঙনের কবলে। একর একর ফসলী জমির প্লাবিত। ভেসে গেছে লিকডা বিল মৎস্য চাষ প্রকল্প।
৪নং বড়বিহানালী ইউনিয়নঃ আত্রাই নদী অববাহিকায় ভেঙে গেছে রাজশাহী নওগাঁ মহাসড়ক। উল্লেখ সংখ্যক গ্রাম প্লাবিত।
৭ নং বাসুপাড়া ইউনিয়নঃ ফকিরনী নদী অববাহিকায় প্লাবিত অন্যতম এলাকা ৭নং বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রাম। বন্যা পরিস্থিতির উন্নতি।
৮ নং কাচারী কোয়ালী পাড়া ইউনিয়নঃ সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি। ১নং, ৮নং,  ৯নং ওয়ার্ড প্লাবিত। স্রোত বইয়ে বিপদ সীমার কাছাকাছি দিয়ে। ২নং, ৩নং এবং ৫নং ওয়ার্ডের বন্যা পরিস্থিতির উন্নতি। পানি নামতে শুরু করেছে বসতবাড়ি থেকে। ভেসে যাওয়ার আশঙ্কা পূর্ব নাককাটি বিল মৎস্য চাষ প্রকল্প।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version