বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক
রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র, দুস্থদের হাতে চেক তুলে দেন। এবং সুচিকিৎসার জন্য উপজেলার অসহায় মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নরদাশ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান প্রমুখ। টুকু উপস্থিত ছিলেন। , যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিভাগীয় সম্পাদক নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কোহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৪৩ জন দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান তহবিল থেকে ২০ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।