বাগমারায় পান চাষ করে লাভের আশা দেখছেন কৃষকরা|বাগমারা-প্রতিদিন
বাগমারা পান চাষের জন্যে উপযুক্ত স্থান সেই কারণে বাগমার,আউচপাড়া, শুভডাঙ্গা, গনিপুর, গোবিন্দপাড়া,নরদাশ,বাসুপাড়া ইউনিয়নে পানের ফলন ভালো হয়েছে। বাগমারার পান বাংলাদেশের গাইবান্ধা,জয়পুরহাট, রংপুর,দিনাজপুর, বগুড়া,নঁওগা,ঢাকা জেলাতেও সরবরাহ করা হয়।
এলাকার বেকার ছেলেদের কর্মসংস্থান বৃদ্ধি হবে। কৃষকরা জানান আনেকদিন ভারি বৃষ্টিপাত না হওয়াতে পানে এক ধরনের পোকা লেগেছে। কীটনাশক দিয়েও তা সরানো যাচ্ছে না। তবে কৃষকরা বলেন বাগমারার পান যদি সরকার বিদেশে পাঠানোর ব্যবস্থা করে তাহলে কৃষকরা পান চাষে উদ্বুদ্ধ হবে এবং রপ্তানী আয় টাও বৃদ্ধি পাবে।