বাগমারায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাগমারা স্টুডেন্ট গ্রুপের কর্মসূচি
রাজশাহীর বাগমারায় নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের বিচার দাবি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগমারা স্টুডেন্ট গ্রুপের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়ােজন করা হয়। কর্মসূচিতে
নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়। গ্রুপটির পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরােধে সবাইকে সােচ্চার ও সচেতন
হওয়ার আহ্বান জানানাে হয়।
বাগমারা স্টুডেন্ট গ্রুপ ফেসবুক ভিত্তিক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল এগারােটায় এই সংগঠনের উদ্যোগে ভবানীগঞ্জ নিউমার্কেট চত্ত্বরে আয়ােজিত এই
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন গ্রুপটির এডমিন তিতুমীর, মানিক এবং জাকারিয়া
সম্প্রতি নােয়াখালী ও সিলেট এমসি কলেজের আলােচিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকাসহ সারাদেশ। দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে যায়। প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে স্বতঃস্ফূর্ত জনতা। উল্লেখ্য যে,
আলােচিত এই দুইটি ন্যক্কারজনক ঘটনার সংগে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে গনমাধ্যমে খবর প্রকাশিত হয়।
বাগমারা স্টুডেন্ট গ্রুপের মানববন্ধন কর্মসূচিতে আরাে উপস্থিত ছিলেন গ্রুপটির মডারেটর নাজমুল সৈকত, নাজমুল, শাহ আলম লিটন সহ গ্রুপের
অন্যান্য সদস্য ও সাধারণ ছাত্রছাত্রীরা।