Home খেলাধুলা কাতার বিশ্বকা...

কাতার বিশ্বকাপকে স্বাগত জানাতে ভিন্ন আয়োজন বাগমারার শিকদারী টাউনে

0

কাতার বিশ্বকাপকে স্বাগত জানাতে ভিন্ন আয়োজন বাগমারার শিকদারী টাউনে

22 তম কাতার বিশ্বকাপ 2022 উপলক্ষে রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য র‌্যালি, ট্রফি উন্মোচন, প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার শিকদারী শহর কর্তৃপক্ষের আয়োজনে ও ইজি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাতার বিশ্বকাপের ভেন্যু এখন শিকদারি। কাতারে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের জাতীয় পতাকায় সেজেছে শিকদারি টাউন। সেই সাথে এর চারপাশে বিশ্বের বিখ্যাত সব খেলোয়াড়ের ছবি রাখা হয়েছে।

এদিকে কাতারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ৩২টি দেশের জার্সি পরা প্রতিনিধিরা নিজেদের পরিচয় দেন।

পরে ঘোড়ার পিঠে কাতারের পতাকা নিয়ে শিকদারী বাজারের প্রধান সড়কে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা ১-১ গোলে ড্র হয়। পরে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইজি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনা গ্রুপের মহাব্যবস্থাপক মনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়, কাতার বিশ্বকাপের প্রতিটি খেলা বড় পর্দায় দেখানো হবে যাতে তরুণ প্রজন্ম বিপথে না যায় যাতে তারা বিনোদনে থাকতে পারে। . কাতারে বিশ্বকাপের সব খেলা একই সাথে উপভোগ করতে পারবেন শত শত মানুষ।

মানুষ বিনোদন থেকে অনেক দূরে। কোনো একক দলের নয়। সব দলই এক জায়গা থেকে খেলা দেখার সুযোগ পাবে। আসুন ঝগড়া-বিবাদ ভুলে সম্প্রীতির বন্ধন গড়ে তুলি।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির পরিচালক নওশীন মাহমুদ, সালেহা-ইমারত ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, সালেহা ইমারত গার্লস একাডেমির অধ্যক্ষ মতিউর রহমান, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল প্রমুখ।

২০২২ সালের কাতার বিশ্বকাপ উপলক্ষে শিকদারী টাউনের প্রতিটি ভবনের ছাদের পাশাপাশি মার্কেটের মোড়ে বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে দীর্ঘদিন ধরে। এক কথায় কাতার বিশ্বকাপকে বরণ করে নিতে শিকদারী টাউনকে সাজানো হয়েছে ভিন্নভাবে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version