হাসপাতাল থেকে বাসায় আসলেন মেয়র মালেক। বাগমারা প্রতিদিন

0
193

হাসপাতাল থেকে বাসায় আসলেন মেয়র মালেক। বাগমারা প্রতিদিন

হাসপাতাল থেকে বাসায় আসলেন মেয়র মালেক। বাগমারা প্রতিদিন

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। উল্লেখ্য যে, বুক, হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত নিয়ে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মেয়র মালেকের ঘনিষ্ঠজনেরা জানান, তার শারীরিক অবস্থা আশংঙ্কামুক্ত হওয়া হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সহ বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়ে শনিবার বিকেলে রিলিজ করেছে। তিনি এখন পৌরসভার সূর্যপাড়া মহল্লার নিজ বাসভবনে অবস্থান করছেন।

গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রী কহিনুর বেগম ও পুত্র কামরুল কর্তৃক প্রহারের শিকার হন মেয়র মালেক। সে সময় আহত অবস্থায় তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পর দিন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here