Home বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যতের জন্...

ভবিষ্যতের জন্য কিভাবে নিজেকে যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলবো?

0

ভবিষ্যতের জন্য কিভাবে নিজেকে যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলবো?

প্রতি কয়েক দশক অন্তর পৃথিবীতে পরিবর্তনের জোয়ার আসে। এই পরিবর্তনের সময়ে পৃথিবীর অবকাঠামো, কর্মক্ষেত্র সব ঢেলে সাজানো হয়। এই সময়টা মানুষের জন্য চ্যালেঞ্জিং। কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসার ফলে অনেক চাকরি হারিয়ে যায়, চাকরি হারায় কোটি মানুষ।তবে আশার কথা হলো নতুন অনেক চাকরির সম্ভাবনাও কিন্তু সৃষ্টি হয়। চার্লস ডারউইন তার বিবর্তনবাদ থিওরিতে বলে গেছেন, “Survival of the fittest” তার এই কথাটি এই যুগেও প্রাসঙ্গিক। পরিবর্তনের এই যুগে তারাই টিকে থাকবে যারা নতুন নতুন স্কিল অর্জন করে মানিয়ে নিতে পারবে যুগের সাথে।

পৃথিবীতে খুব শীঘ্রই একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে। এটাকে বলা হবে চতুর্থ শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব হলে পৃথিবীর সব কর্মক্ষেত্রে এক নেটওয়ার্কের অধীনে চলে আসবে। সকল উৎপাদনে জায়গা করে নিবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। জেনেটিক্সের উৎকর্ষতায় চিকিৎসা ক্ষেত্রে আসবে অভূতপূর্ব বিপ্লব। এত এত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের নিজেদেরকে যোগ্যতাসম্পন্ন করে তুলতে হবে। আর সেজন্য আমাদের অর্জন করতে হবে নতুন কিছু স্কিল।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স

এটা বলে রাখা ভালো যে কর্মক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এ.আই) ব্যবহার করতে আপনাকে এর একজন এক্সপার্ট না হলেও চলবে। উদাহরণস্বরূপ- হাইপারঅটোমেশন অথবা বিজনেস ইন্টিলিজেন্স হলো স্বয়ংক্রিয় প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত বিজনেস দুনিয়ার অন্যতম জনপ্রিয় দু’টি সফটওয়ার। এই নতুন টেকনোলজিগুলো আসলে মানুষের ব্যবসা করার ধরন পাল্টে দিচ্ছে। এতে করে কোম্পানিগুলোর এ.আই স্কিল সম্পন্ন এমপ্লয়ির চাহিদা দিন দিন বাড়ছে। এ.আই কারো পক্ষে রাতারাতি শিখা সম্ভব নয়। কিন্তু একজন এ.আই জানা এমপ্লয়ি একটি কোম্পানির জন্য অত্যন্ত মূল্যবান।

কোডিং

আর এক দশকের মধ্যে কোডিং যদি বেসিক লাইফ স্কিলে পরিণত হয়, অবাক হওয়ার কিছু নেই। আমাদের জীবন ও কর্মক্ষেত্র এত বেশি সফটওয়্যার এর উপর নির্ভরশীল হয়ে গেছে যে, চাকরিক্ষেত্র থেকে শুরু করে বাসাবাড়ি সব জায়গায় কোডিং এর গ্রহণযোগ্যতা বেড়েই যাবে। তাই ভবিষ্যতের চাকরিপ্রার্থীদের মধ্যে কোডিং এ দক্ষতা থাকা আবশ্যক হবে বলেই ধারণা করা হচ্ছে। তাই আমাদের উচিত এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট এর মত সহজ কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে কোডিং শিখা শুরু করা, এবং এরপর আমরা যখন আরও অভিজ্ঞ হবো তখন পাইথন এর মত তুলনামূলক জটিল ল্যাঙ্গুয়েজ গুলোও শিখতে পারবো।

ক্লাউড কম্পিউটিং

ক্লাউড কম্পিউটিং হলো নিরাপদ উপায়ে কোম্পানির তথ্য সংরক্ষণ করা এবং সেগুলোকে ম্যানেজ করা। ভবিষ্যতের কোম্পানিগুলো সব ক্লাউড কম্পিউটিং ভিত্তিক হয়ে যাবে। একজন এমপ্লয়ি তার ক্লাউড কম্পিউটিং স্কিলের মাধ্যমে কোম্পানির ক্লাউড কিভাবে ম্যানেজ করা যায়, আর কিভাবে মাল্টি-ক্লাউডিং করা যায় সেব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই স্কিল অর্জনের মাধ্যমে সে কোম্পানির উল্লেখযোগ্য সদস্যে পরিণত হতে পারবে।

ব্লকচেইন

ভবিষ্যতে যাবতীয় সব কর্মকাণ্ড অনলাইনভিত্তিক হয়ে যাবে। তাই লেনদেনগুলোও অনলাইনেই সম্পাদিত হবে। ক্রিপ্টো কারেন্সি হবে খুব সম্ভবত ভবিষ্যতের লেনদেনের একটি অন্যতম মাধ্যম। তাই ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষ এমপ্লয়ি যে একটি কোম্পানির জন্য কত গুরুত্বপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না।

ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার

কনজিউমারদের তথ্য এবং প্রোডাক্ট খুঁজে পেতে ইন্টারনেট এখন একটি অন্যতম মাধ্যম। তাই একটি কোম্পানিকে এমন একটি ওয়েবসাইট বানাতে হয় যা কনজিউমারদের সকল চাহিদা পূরণ করে তাদেরকে একটি সুন্দর অভিজ্ঞতা উপহার দিতে পারে। আর এই ওয়েবসাইটে কনজিউমার দের অভিজ্ঞতা যেন সময়ের সাথে আরও উন্নত হতে পারে, সেজন্য ওয়েবসাইট ডিজাইন করতে হবে সেই চিন্তা মাথায় রেখে। তাই ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন হবে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ স্কিল।

ক্রিটিক্যাল থিংকিং

ক্রিটিক্যাল থিংকিং কর্মক্ষেত্রে সবসময়ই অন্যতম সেরা স্কিল হিসেবে গণ্য করা হতো। কিন্তু এ.আই এর এযুগে এই স্কিলটি আরও বেশি তাৎপর্যপূর্ণ বলে গণ্য হচ্ছে। ক্লাউড কম্পিউটিং, কোডিং, এ.আই এসব কাজে ক্রিটিক্যাল থিংকিং এর কোনো বিকল্প নেই।

ইমোশনাল ইন্টিলিজেন্স

ইমোশনাল ইন্টিলিজেন্স হলো নিজের ইমোশন আর কো-ওয়ার্কারদের ইমোশন চিনার উপায়। বর্তমান যুগের কোম্পানিগুলো হলো ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডের সমন্বয়ে গঠিত। তাই কোম্পানিগুলোতে বিভিন্ন ফিল্ডের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন মেন্টালিটির মানুষ নিয়ে গঠিত কোলাবোরেটিভ পরিবেশ বিদ্যমান থাকে। সেজন্য আমার কথায় অন্যের উপর কি প্রভাব পড়ছে আর অন্যের কথায় আমার উপর কি প্রভাব পড়ছে তা সম্পর্কে জ্ঞাত থাকা আবশ্যকীয়। কোনো কোম্পানির একটা নির্দিষ্ট টিমকে দিয়ে কোনো কাজ করানোর জন্য তাদের মনোভাব সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ। তাই ইমোশনাল ইন্টিলিজেন্স স্কিল ভবিষ্যতে এমপ্লয়িদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্কিল হবে।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version