ভবানীগঞ্জ এর মেয়র মালেক মন্ডলের তৃতীয় বিয়ে নিয়ে অনলাইনে ঝড়|বাগমারা-প্রতিদিন

0
166

ভবানীগঞ্জ এর মেয়র মালেক মন্ডলের তৃতীয় বিয়ে নিয়ে অনলাইনে ঝড়|বাগমারা-প্রতিদিন

ভবানীগঞ্জ এর মেয়র মালেক মন্ডলের তৃতীয় বিয়ে নিয়ে অনলাইনে ঝড়|বাগমারা-প্রতিদিন


রাজশাহী জেলা বাগমারা ভবানীগঞ্জ তৃতীয় বিয়ে করে বর্তমান সময়ে আলোচনা সমালোচনা মধ্যে পড়েছেন ভবানীগঞ্জ এর মেয়র মালেক মন্ডল।  তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার  নিজ ফেসবুক একাউন্ট মোঃ আঃমালেক মন্ডল  নামে ফেসবুক একাউন্ট তৃতীয় বিয়ের ছবি পোস্ট করে আলোচনা আছেন সামাজিক যোগাযোগে। তিনি তার পোস্টে লিখেন, পুরাতন সব কিছু বাদ দিয়ে,তৃতীয় বিয়ে সম্পনু করলাম,সবার কাছে দোয়া কামনা করছি, যেনো আমি ও আমার নতুন জীবন সঙ্গী সুখে থাকতে পারি। 

ফেসবুক ছুড়ে তার গুনাগান ছড়াছড়ি রয়ে গিয়েছে।  কেউ অভিনন্দন কেউ  অন্য রকম মন্তব্য মতামত প্রকাশ করছেন বিভিন্ন ভাবে।

তৃতীয় বিয়ে নিয়ে পারিবারিক কলহের জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মেয়র আব্দুল মালেক। সুস্থ্য হয়ে গত শুক্রবার সন্ধ্যায় তিনি তৃতীয়বারের মতো বিয়ের আসরে বসেন। তিন লক্ষ টাকা দেনমোহরে ইসলামী শরীয়ত ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিয়েটি সম্পন্ন হয়েছে বলে তিনি নিজেই জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here