তিলিপাড়া মন্দির হতে বিরেনকুন্ডুর বাড়ি পযর্ন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন- বাগমারা প্রতিদিন

0
174

তিলিপাড়া মন্দির হতে বিরেনকুন্ডুর বাড়ি পযর্ন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন- বাগমারা প্রতিদিন

তিলিপাড়া মন্দির হতে বিরেনকুন্ডুর বাড়ি পযর্ন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন- বাগমারা প্রতিদিন



রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার একটিও রাস্তা রবেনা কাঁচা। এর ধারাবাহিকতা  মেয়র আবুল কালাম আজাদের হাত ধরে তাহেরপুর পৌরসভার সকল উন্নয়ন উন্নতির  দিকে এগিয়ে যাচ্ছে তাহেরপুর পৌরসভা।  ডিজিটাল করার লক্ষে দিন রাত কাজ করে যাচ্ছেন তিনবারের সফল মেয়র আবুল কালাম আজাদ। 

তিলিপাড়া মন্দির হতে বিরেনকুন্ডুর বাড়ি পযর্ন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন- বাগমারা প্রতিদিন




উন্নয়নের ধারাবাহিকতায় অদ্যই মাননীয় মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশনায় আজ ১নং ওয়ার্ড এর  তিলিপাড়া মন্দির হতে বিরেনকুন্ডুর বাড়ি পর্যন্ত আর সি সি ১৭৫ মিটার রাস্তা সহ ১৭৫ মিটার ড্রেন নির্মাণ কাজের  উদ্ভোধন করেন অত্র ওয়ার্ডের  সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার গিতা রানী। 

এই সময় উপস্থিত ছিলেন এক নং ওযার্ড কাউন্সিলার বাবুল খাঁ, মাস্টার শ্যামল সাহা সম্মানিত ব্যাক্তিগনও  আওয়ামীলীগের অঙ্গসংঠন বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here