Home প্রচ্ছদ অসহায় মানুষের...

অসহায় মানুষের পাশে ( Hepling Hand for Humanity) ফাউন্ডেশন | বাগমারা – প্রতিদিন

0

অসহায় মানুষের পাশে ( Hepling Hand for Humanity) ফাউন্ডেশন | বাগমারা – প্রতিদিন

অসহায় মানুষের পাশে ( Hepling Hand for Humanity) ফাউন্ডেশন | বাগমারা - প্রতিদিন



পাশে আছি( Hepling Hand for Humanity) ফাউন্ডেশনের পক্ষ থেকে নব উদ্দেগ।



মানুষ মানুষের জন্যে। তেমনি মানুষের দুঃখ কষ্ট দেখে একদল কিশোর মানুষের পাশে দাড়ানো এজন্য একটি ফাউন্ডেশন খুলেন। ফাউন্ডেশনের নাম দেন পাশে আছি( Hepling Hand for Humanity)।


তাদের নব উদ্দেগে তাহেরপুর, সরগাছি, আনুলিয়া ইত্যাদি গ্রামের ৫০ টি পরিবারে মুদি ঈদ সামগ্রী বিতরন করে। তাদের মুদি ঈদ সামগ্রী পরিবারগুলো।হয়।


ফাউন্ডেশনের সদস্যবৃন্দ হলো।সিয়াম সৈকত, আলভি, নাফিজ, মাহিন, রিদয়, সামি, শাইক,অভি,মাহফুজ। ফাউন্ডেশনের নাম বিষয়ে বলে যে গরীব মানুষের পাশে দাড়ানো জন্য এই নাম দেওয়া হয়েছে। তারা আরও বলে যে, এই উদ্দেগ শুরু করেছে। ভবিষ্যতে চলমান থাকবে।


সুশিল সমাজে মানুষরা তাদের উদ্দেগকে সাধুবাদ জানান। তাদের উদ্দেগ চলমান রাখার অনুরোধ জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version