ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চীনে নতুন রুট খুলেছে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন কোম্পানিগুলো।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকেই প্রতি সপ্তাহে বেইজিং, শাংহাই, কুয়াংচৌ, সি’আন, ছেংতু এবং উহানের মতো বড় চীনা শহরগুলোতে ১০০টিরও বেশি ফ্লাইট রয়েছে।
যাত্রীদের চাহিদা মেটাতে দুবাইয়ের বেশ কয়েকটি এয়ারলাইন্স চীনে নতুন রুট চালুর পরিকল্পনা করছে।
চীনা এয়ারলাইনসগুলোও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও ফ্লাইট যোগ করার পরিকল্পনা করছে।
শীর্ষস্থানীয় চীনা এয়ারলাইন চায়না সাউদার্ন এয়ারলাইন্স এখন দুবাই, রিয়াদ, দোহা থেকে বেইজিং, শাংহাই, কুয়াংচৌসহ অন্যান্য চীনা শহরে সপ্তাহে ২০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে। আগামী জুনের শুরু থেকে রিয়াদ থেকে শেনচেনে আরও দুটি নতুন সাপ্তাহিক ফ্লাইট চালু করবে এয়ারলাইনটি।
ফয়সল/রাসেল
তথ্য ও ছবি: সিসিটিভি
chinaairlines #cmgbangla #mideast #chinasouthernairlines