করোনা ভ্যাকসিনের দ্বিতৃয় ডোজ নিলেন এমপি এনামুল হক -বাগমারা প্রতিদিন

0
216

বাগমারার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এর আগে গত ৯ ফেব্রুয়ারী বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেন করেন তিনি।

দেশে বর্তমানে ব্যাপক হারে করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছে মানুষ। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাহিরে যেতে নিষেধ করা হচ্ছে।

সেই সাথে বাহিরে গেলেও মাক্স ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। এদিকে একই সাথে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

করোনা ভাইরাসের টিকা গ্রহণ শেষে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, আমি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছি এবং বর্তমানে সুস্থ আছি। সকলকে করোনা ভাইরাসের টিকা নেয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here