রাজশাহীর বাগমারায় বিজ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আমার ছোট ভাই বাগমারা সাইন্স অলিম্পিয়াড ২২ প্রতিযোগিতায় ৭ম হয়েছে। আলহামদুলিল্লাহ 🥰
রাজশাহীর বাগমারায় বিজ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল ও
মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থী
নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমার ছোট ভাই ৭ম হয়েছে। বাগমারা সাইন্স অলিম্পিয়াড ২২ প্রতিযোগিতায় ৭ম স্থান অধিকার করেছে মেজবাউল হক গালিব ।
শনিবার দিন ব্যাপি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে প্রতিযোগিতার আয়োজন করে বাগমারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।
বাগমারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি
ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪
(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও
সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
ইঞ্জিনিয়ার এনামুল হক। ইঞ্জিনিয়ার এরশাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএপিডি পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,জিইএমকো’র ডিজিএম ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, জিটিসিএল’র ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার মুতাসিদ বিল্লাহ, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, ।