রাজশাহীতে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে, আবারও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা

0
251

রাজশাহীতে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে, আবারও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা

দুই দিন স্বাভাবিক থাকার পর আবারও বৃদ্ধি পাচ্ছে রাজশাহীর তাপমাত্রা। গত শনিবার থার্মোমিটারের পারদ উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে যা পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়েছিল। চলমান এ তাপপ্রবাহ আরও মাত্রা বৃদ্ধির সঙ্গে বিস্তৃত হতে পারে। আজও রাজশাহীর তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে। রাজশাহীতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন।

রাজশাহী আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসের বিষয়ে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রোববার দেশে বেশ কিছু জায়গায় ৩৯ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. রহিদুল ইসলাম জানান, রোববার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here