বিভাগ সেরা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ বিভাগ সেরা হয়েছে।
এ প্রতিষ্ঠান থেকে ১০৮ জন অংশ নিয়ে সবাই পাস করাসহ ১০৬ জন জিপিএ-৫ পেয়েছে। যা রাজশাহী বিভাগের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন ফলাফল করতে পারেনি।
২০১৮ সাল থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তখন থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে।
২০১৮ সালে রাজশাহীব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাসসহ জিপিএ-৫ লাভ করে ১১৩ জন।
2019 সালে 90 জনের মধ্যে 83 জন পাসসহ জিপিএ-5 পেয়েছে, 2020 সালে 96 জনের মধ্যে 88 জন পাসসহ জিপিএ-5 পেয়েছে এবং গত বছর 128 জনের মধ্যে 125 জন পাসসহ জিপিএ-5 পেয়েছে।
সংগঠনের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও পরিশ্রমই এই সাফল্যের চাবিকাঠি।
এছাড়া শিক্ষকদের শেখানোর কৌশল এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা সবসময় আমাদের ভালো ফলাফল অর্জনে সহায়তা করে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু পড়ালেখা নয়, সব ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
যার ফলশ্রুতিতে, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2021 সালের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সমস্ত সেনানিবাসের পাবলিক স্কুল ও কলেজগুলির মধ্যে সেরা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সেনাপ্রধান ট্রফি জিতেছে।
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আলোকিত মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে।”