বাগমারার মচমইলে ছাত্রদের ধর্ষণবিরােধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
162

বাগমারার মচমইলে ছাত্রদের ধর্ষণবিরােধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশজুড়ে চলমান ধর্ষণ ,নারী ও শিশু

নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে অন্যান্য জায়গার

মতাে বাগমারার মচমইলে ধর্ষণবিরােধী মানববন্ধন ও

বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলে

মচমইল এলাকার প্রতিবাদী শিক্ষার্থীরা অংশগ্রহণ

করে।

এ বিক্ষোভ মিছিলটি শহীদ গােলাম রাব্বানী চত্বর

থেকে শুরু হয়ে মচমইল বাজারের প্রধান প্রধান সড়ক

প্রদক্ষিণ করে আবারও শহীদ গােলাম রাব্বানী চত্বরে

এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন

অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন

রিপন, জয়, সিজার এবং নির্জন। এছাড়াও সঞ্চালনায়

ছিলেন সিমা আক্তার।

মানববন্ধন শেষে চলমান। পরিস্থিতি বিবেচনায়

শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। সেগুলাে

হলাে,

১. ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত

করা।

২. ধর্ষকদের বিচারের জন্য দরকার হলে

নতুন ট্রাইব্যুনাল গঠন করা

৩. তিন মাসের মধ্যে ধর্ষকদের বিচারের

ব্যবস্থা করা।

মানববন্ধনে ভবিষ্যতে যেকোন কোন অন্যায়

অত্যাচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের একসাথে কাজ করার

আহ্বান জানানাে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here