বাগমারায় পুকুর খনন বেড়েই চলেছে| বাগমারা – প্রতিদিন
রাজশাহীর বাগমারায় আবাদি জমি নষ্ট করে কিছু অসাধু ঠিকাদাররা পুকুর খনন করছে।বাগমারার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়াও কবিরাজপাড়া বিলে সরোজমিনে গিয়ে দেখা যাই সেখানে পুকুর খনন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর চোখ ফাঁকি দিয়ে দিন ও রাতের আধারে পুকুর খনন করা হচ্ছে।
জমিগুলো উর্বর ও অনেক শস্য উৎপাদন হয়। সেখানে বছরে দুই তিন বার ফসল হয়। অনেক বেকারদের কর্মসংস্থান হয়। আরও অনেক গরীবরা ফসল কুড়িয়ে জীবনধারন করে ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জমির মালিক বলেন তাদের থেকে পুকুর খনন না করার শর্তে স্টাম্প কাগজে সহি নিলেও তা বদলে ফেলে এখন সেখানে বড় বড় আইল বেধে পুকুর/ দিঘি খনন করা হচ্ছে। তারা অভিযোগ করে বলেন তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের সাথে প্রতারনা করা হয়েছে।তারা( ইউএনও) স্যারের সহযোগিতা কামনা করি।