বাগমারায় নির্বাচিত সুফল ভোগীদের মাঝে ভেড়া বিতরণ
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর সংখ্যালঘুদের আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে নির্বাচিত উপকারভোগীদের মাঝে ভেড়া বিতরণ করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন প্রাণিসম্পদে সমৃদ্ধ। দেশের প্রতিটি পরিবার এখন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক পশু পালন করছে। এখন আর বিদেশ থেকে গরু-ছাগল আমদানি করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রাণিসম্পদ খাতে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত।
অন্যান্য সম্প্রদায়ের মতো, সরকার সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র উপজাতি সম্প্রদায়ের মধ্যে বিনামূল্যে ভেড়া সরবরাহ করছে। তারা যেন দ্রুত নিজেদের স্বাধীন করতে পারে সেই চিন্তা নিয়েই কাজ করছেন প্রধানমন্ত্রী। দেশের এমন কোনো খাত নেই যেখানে উন্নয়ন নেই। প্রতিটি সেক্টর সমান গতিতে এগিয়ে চলেছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, চেয়ারম্যান লুৎফর রহমান, আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন পবিত্র কুমার, মাইনর গ্রুপ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক ডা. সমরেশ কুমার সরকার প্রমুখ।
আলোচনা শেষে সমতল ভূমিতে বসবাসকারী 116টি পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মধ্যে এক জোড়া ভেড়া বিতরণ করা হয়। ফলস্বরূপ, তারা আর্থ-সামাজিক এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত পশুসম্পদ উন্নয়ন করতে সক্ষম হবে।