পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার পর্যবেক্ষণের নির্দেশ

0
193

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখাসহ সরবরাহ ঠিক রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্টদের ক্রমাগত বাজার পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এই নির্দেশ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। আর সঞ্চালনায় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

এছাড়া সভায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রস্তুতি, আমন ও রবি ফসলের উৎপাদন, সার মজুত এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। চিনির দাম বাড়ায় এর মজুত এবং সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে সারের পাশাপাশি প্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহের বিষয়ে অবহিত করেছে মাঠপর্যায়ের প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here