নরদাস ইউনিয়নের সালমারা টু পারিলা রাস্তা বেহাল দশা|বাগমারা-প্রতিদিন

0
205

নরদাস ইউনিয়নের সালমারা টু পারিলা রাস্তা বেহাল দশা|বাগমারা-প্রতিদিন

নরদাস ইউনিয়নের সালমারা টু পারিলা রাস্তা বেহাল দশা|বাগমারা-প্রতিদিন bagmara pratidin

বাগমারা নরদাস ইউনিয়নের সালমারা টু পারিলা এই রাস্তা বর্তমান বেহাল দশা, এই জায়গায় কাকড়া গাড়িতে করে মাটি এনে রাস্তার পাশের জমি ভরাট করে কিন্তু বৃষ্টিতে মাটিগুলো ভেঙ্গে রাস্তায় নেমে বর্তমানে মরন ফাঁদে পরিনত হয়েছে। 
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ৫ জন বাইক নিয়ে স্লিপ কেটে পড়ে যায়, এছাড়াও রাস্তায় চলাচলকৃত পথচারীদের এবং আশে পাশের লোকজন এর নানা দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, শুভডাঙ্গা ইউনিয়ন কাওপাড়া গ্রাম এর বুদু নামের কাকড়া গাড়ির মালিক মাটি সমূহ ফেলে রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here