তরমুজ নয় কলা কেজিতে বিক্রি চলছে| বাগমারা- প্রতিদিন

0
191

তরমুজ নয় কলা কেজিতে বিক্রি চলছে| বাগমারা- প্রতিদিন

তরমুজ নয় কলা কেজিতে বিক্রি চলছে| বাগমারা- প্রতিদিন



আজ ২ ই এপ্রিল রোজ রবিবার রাজশাহী জেলা বাগমারা থানাধীন মচমইল বাজারে  কলা কেজি তে বিক্রিয় করছে একজন কলা বিক্রেতা। সারাদেশে নিত্য প্রয়োজনীয় পন্য দাম বৃদ্ধি র সাথে  নিত্য খাদ্য মৌসুমি ফল তরমুজ কলা আনারস পেঁপে বিক্রিয় হতো পিচ হিসাবে। 



করোনা পরিস্থিতি ও রোজার মাস উপেক্ষা করে তরমুজ, আনারস, পেঁপে এইগুলো পিচ হিসাবে না বিক্রি  হয়ে কেজিতে চড়ে বসেছে পেঁপে, কলা, আনারস,তরমুজ 

আজ মচমইল বাজার এমন একটি ঘটনা ঘটছে যা দেখে একজন ক্রেতা নিজে হতভাগ হয়েছে  তিনি একটি দোকানে কলার দাম শুনতে চেয়েছেন তাকে বলা হয়েছে  পিচ নয় কেজিতে বিক্রিয় করছে তারা বর্তমান সময়ে কলা যা ৮০ টাকা  প্রতি কেজি বিক্রি চলছে।


Habib Hassan Taleb

তে পোস্ট করেন, কলার কেজি ৮০ আমি দেখেই হতভাগ মচমইল বাজার, বাগমারা, রাজশাহী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here